নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপন টুইটে বাংলাদেশের এক বালককে ‘জন্মদিনের’ শুভেচ্ছা জানিয়েছেন !
দুর্জয় ও ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক কি ? এ বিষয়ে জানার জন্য দুর্জয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে. দুর্জয় জানাই যে, এলন মাস্কের একটি পার্টিতে ট্রাম্পের সাথে তার বন্ধুত্ব হয় এবং সময়ের সাথে সাথে তাদের বন্ধুর ঘনিষ্ঠ হতে থাকে। গোপন সূত্রে আমরা এটাও জানতে পারি যে, ২০২৪ সালের ইউএস প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের দলের নির্বাচন ক্যাম্পেইনের জন্য দুর্জয় বিপুল পরিমাণ অ##র্থ সহযোগিতা দেয়।
এর আগে বাংলাদেশে এই বিস্ময় বালককে এশিয়ার সবথেকে বড় ধনী মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়েতে দেখা গিয়েছিল.
এতদিন বিষয়টি সাধারণ মানুষের চোখের আড়ালে থাকলেও ট্রাম্পের এই টুইটের পরে, দূর্জয় ও ট্রাম্পের সম্পৰ্ক এর বিষয়ে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে. বাংলাদেশের সাধারণ মানুষ চিন্তা করছেন দুর্জয় ও ট্রাম্পের হাত ধরেই হবে বাংলাদেশের উন্নয়ন. আবার অনেক সাধারন মানুষ ট্রাম্প ও দুর্যয়ের এমন বন্ধুত্বময় সম্পর্ক ভালো চোখে দেখছেন না. আবার অনেকেই বলছে পুরা বিষয়টাই ভুয়া.
সত্যতা জানার জন্য আমাদের টিম টানা ২ ঘন্টা অনুসন্ধান করার পরে জানতে পারে পুরো বিষয়টি ভুয়া. ট্রাম ও দুরজার মধ্যে কোন সম্পর্কই নেই.
(সম্পূর্ণ পোস্টটি দুর্জয়ের জন্মদিন উপলক্ষে তৈরি করা ওপরের টুইটের ছবিটিও ফেক এডিট করা দয়া করে উক্ত পোস্টে কেউ সিরিয়াসলি নিবেন না .The entire post was created on the occasion of Durjoy's birthday and the picture of the above tweet is also fake edited. Please do not take this post seriously.)
Comments
Post a Comment